তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে পঞ্চায়েত সমিতির হল গৃহে তেলিয়ামুড়া মহকুমার নবনিযুক্ত তিন বিধায়কদের নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় বৃহস্পতিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে।
উল্লেখ্য থাকে,, ২০২৩ বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়া মহকুমার তিন বিধানসভা কেন্দ্র যথাক্রমে ২৭ কল্যাণপুর প্রমোদনগর, ২৮ তেলিয়ামুড়া ও ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র থেকে বিপুলসংখ্যক ভোটে বিজয়ী হয় পিনাকী দাস চৌধুরী, কল্যাণী সাহা রায় এবং বিকাশ দেববর্মা বিধায়ক মনোনীত হয়। পরবর্তীতে রাজ্যের উপজাতি কল্যাণ সহ বেশ কয়েকটি দপ্তরের দায়িত্ব পান মন্ত্রী বিকাশ দেববর্মা এবং কল্যাণী সাহা রায় মুখ্য সচেতকের দায়িত্ব পান মূলত এই কারণেই বৃহস্পতিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন বিজয়ী বিধায়কদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।