Tuesday, September 17, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদমন্ত্রীত্ব পেয়ে নিজ বিধানসভা এলাকার উন্নয়নে ময়দানে মন্ত্রী বিকাশ

মন্ত্রীত্ব পেয়ে নিজ বিধানসভা এলাকার উন্নয়নে ময়দানে মন্ত্রী বিকাশ

২৯ কৃষ্ণপুর কেন্দ্রে বিজেপি দলের মনোনয়ন পেয়ে এলাকাবাসীদের কথা দিয়েছিলেন জয়ী হলে এলাকার উন্নয়নে প্রতি সপ্তাহে একদিন এলাকার মানুষের সাথে দেখা করবেন এবং তাঁদের অভাব অভিযোগ শুনবেন। যেমন কথা তেমন কাজ। নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রীত্ব পেয়ে নিজ বিধানসভা এলাকার উন্নয়নে ময়দানে মন্ত্রী বিকাশ। শনিবার সেই জন্য ২৯ কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক তথা জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বেরিয়ে পরেন নিজ বিধানসভা এলাকা সফরে। এদিনের উনার সাথে ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ স্থানীয় নেতৃত্বরা। সফরের ফাকে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, পিছিয়ে পড়া এলাকা বিশেষ করে আঠারোমুড়া পাহাড়ের বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষের সাথে কথা বলেন, তাদের কি কি সসস্যা রয়েছে সে সম্পর্কে অবগত হন তিনি। আগামী দিনে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান মন্ত্রী।
একই দিনে ২৯ কৃষ্ণপুর বিধানসভার অধীন উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে দল এবং সংগঠনের সমন্বয়ের মাধ্যমে এলাকায় উন্নয়ন মূলক কাজের মাত্রাকে আরো ত্বরান্বিত করার লক্ষে এক বৈঠক করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিনের এই বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন BJP খোয়াই জেলার সম্পাদক বিজন কর, কৃষ্ণপুর মণ্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি টুটন দেব, পঞ্চায়েতের সরকারি প্রতিনিধি সহ স্থানীয় নেতৃত্বরা।তবে মন্ত্রী এদিনেই খোয়াই জেলা বন আধিকারিকের সাথে বৈঠক করার কথা বন্য হাতির সমস্যা নিয়ে। মন্ত্রী জানান বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সমস্যা সমাধান করা যায়, যাতে করে হাতিও বাঁচে এবং মানুষও বাঁচে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য