আগরতলা শহরের নিষ্কাশন ব্যবস্থাকে আরো উন্নতর করার জন্য আধুনিক পদ্ধতিতে খাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছে আগরতলা পুর নিগম। আখাউড়া স্থিত যে খালটি রয়েছে তা ক্যামেরার মধ্য দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে সেই কাজ কতটুকু ত্বরান্বিত ঘটেছে তা পরিদর্শনে আসেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।মেয়র দীপক মজুমদার বলেন যেহেতু বর্ষার মরসম আসন্ন সে দিকে লক্ষ্য রেখে আগরতলা পৌর নিগম জল নিষ্কাশন ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য কাজ করছে। তিনি বলেন ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আরো গুরুত্বসহকারে এই কাজ করা হচ্ছে। স্মার্ট সিটিতে জল নিষ্কাশনের প্রধান দুটি খাল আখাউড়া এবং কালাপানিয়ার সাফাই কাজ চলছে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাফাই -র ফলে শহরে জল জমা বহু অংশে কমে যাবে। খালের কভার্ড অংশে কাজ করছেন সাফাই কর্মীরা। বৃহস্পতিবার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার।,