সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা , প্রদেশ কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী, কংগ্রেস নেতা দ্বিবচন্দ্র রাঙ্খলসহ অন্যান্যরা।এদিন সংবাদ মাধ্যমকে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা জানান , আগামী ২৪শে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য বিধানসভার অধ্যক্ষ নির্বাচন এবং ২৩শে মার্চ মনোনয়ন দাখিল করা এবং প্রত্যাহার করার সময়। এই নির্বাচনে বিধানসভায় অধ্যক্ষের জন্য গোপাল চন্দ্র রায়ের নাম ঘোষণা করলেন বিরোধীরা।সিপিআইএম ও কংগ্রেস মিলে অধ্যক্ষ নির্বাচনে প্রার্থী দিচ্ছেন গোপাল চন্দ্র রায়কে।প্রার্থী হিসেবে গোপাল চন্দ্র রায় কে প্রথম প্রপোজ করেছেন জিতেন্দ্র চৌধুরী এবং দ্বিতীয় প্রপোজ করেছেন তিপ্রা মথা বলে জানিয়েছেন তিনি।