Tuesday, September 16, 2025
বাড়িখবররাজ্যওডিশার ধানু যাত্রা উৎসবে নজির গড়ল ত্রিপুরার ছেলেমেয়েরা

ওডিশার ধানু যাত্রা উৎসবে নজির গড়ল ত্রিপুরার ছেলেমেয়েরা

গত ৫ই জানুয়ারী এমনই ভারতবর্ষের একটি ঐতিহাসিক পার্বণ বা উৎসবে অংশগ্রহণ করে উত্তারায়ানার ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটি হল উড়িষ্যা ধানু যাত্রা উৎসব” যা পৃথিবীর সবথেকে বড় মুক্ত মঞ্চ বলা হয়ে থাকে। এই অনুষ্ঠানটিতে ভারতবর্ষের নানান রাজ্য থেকে প্রায় ত্রিশ হাজারেরও বেশী শিল্পী অংশগ্রহণ করেন। উপরিউক্ত উৎসবে ত্রিপুরার হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করে উত্তারায়ানার ছাত্রছাত্রীরা। তাতে নৃত্যে অংশগ্রহণ করেছিলেন জয়শ্রী বিশ্বাস, আকন্যা দেবনাথ, তৃষা দেবনাথ, ও অঙ্গনা নন্দী। সমগ্র নৃত্য পরিচালনায় ছিলেন সুশ্রী অঙ্গনা নন্দী, সঙ্গীতে অংশগ্রহণ করেছিলেন, অন্তরিপা পাল, দেবতোষ চক্রবর্তী ও অর্পণ ব্যানার্জি। সমগ্র সঙ্গীত পরিচালনায় ছিলেন অর্পণ ব্যানার্জি। যন্ত্রসঙ্গীতে সহায়তা করেন সম্রাট নদী। উৎসবের শেষে উত্তারায়ানার ছাত্রদের সেরা নৃত্য ও সঙ্গীত পরিবেশনার জন্যে শ্রেষ্ঠ প্রজা’ উপাধি দেওয়া হয় আরুন্যা দেবনাথ কে। সম্ভবত ত্রিপুরার ইতিহাসে এই খেতাব, এই উৎসবে, প্রথম এরাই অর্জন করল। সোমবার আগরতলা প্রেস ক্লাবে উত্তরায়ণ সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় , এদিন উপস্থিত শিল্পীরা সংবাদ মাধ্যমকে জানান উত্তরায়ানা এমন একটি সংস্থা যা নিরন্তর সমাজে, বিশেষত ভারতবর্ষের ঐতিহ্য, পরম্পরা, সংস্কৃতি কে, শিক্ষাবিস্তার এর মাধ্যমে প্রদান করার উদ্দেশ্যে নিরন্তর প্রয়াস করে চলেছে। বিগত পাঁচ বছর ধরে বহু ছাত্রছাত্রি কলকাতা ও আগরতলা থেকে দেশের বিভিন্ন বিখ্যাত নৃত্য উৎসব ও অনুষ্ঠানে সম্মানের সহিত নৃত্য পরিবেশন করে এসেছে। শুধু মাত্র নৃত্য নয়, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও বিভিন্ন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানেরও এক অপরিহার্য অংশ হিসেবে নিজেদের মেলে ধরেছেন বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য