যেকোন দানই এক মহৎ কাজ। দানের মধ্য দিয়ে পুন্যার্জনের ক্ষেত্রকে প্রশস্ত করে। কিন্তু রক্তদানের বিকল্প নেই। এই দানের নিচে সব কিছু। রক্ত ছাড়া মানুষের বাঁচা অসম্ভব। তাই রক্তদানের অপর নাম জীবনদান। আজ আইজিএম হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে গেজেটেড অফিসার্স সংঘের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের চাইতে বড় কোন দান হতে পারেনা। কিছুদিন আগে রাজ্যে রক্তের সংকট পরিলক্ষিত হয়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে শুরু করে স্কুল, অফিস সর্বক্ষেত্রে স্বেচ্ছা রক্তদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই রক্তদান শিবিরগুলির মাধ্যমেই ত্রিপুরা রক্ত সংকটের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। ইতিমধ্যেই ইতিবাচক সাড়াও পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, এটাই হল আজকের ত্রিপুরা প্রকৃত চিত্র। ত্রিপুরায় সকল অংশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সমাজের জন্য কিছু করার মানসিকতা প্রত্যক্ষ করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী ডা. সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী যখনই ত্রিপুরার মানুষের কাছে কিছু আহ্বান রেখেছেন ত্রিপুরাবাসী সবাই মিলে সেই ডাকে সাড়া দিয়েছে। তার প্রমাণ পেয়েছে কোভিড- ১৯ মোকাবিলায় ত্রিপুরা সরকারের অসামান্য অবদানের মাধ্যমে। তিনি আরও বলেন, গেজেটেড অফিসার্স সংস্থা বিভিন্নভাবে সমাজের জন্য কাজ করে চলছে। মুখ্যমন্ত্রী আজকের রক্তদান শিবিরে যারা রক্তদান করেছেন তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গেজেটেড অফিসার্স সংঘের সভাপতি তপন দাস। এছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সংঘের সাধারণ সম্পাদক দেবাশিষ রায়।