দীর্ঘ কয়েকদিন ধরে চলছে তেলিয়ামুড়া পৌর পরিষদের বিভিন্ন এলাকায় তীব্র পানীয় জলের সংকট। এদিকে পানীয় জলের সংকট দূরীকরণের জন্য তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে এক যুদ্ধকালীন বৈঠক অনুষ্ঠিত হয় পৌর পরিষদ কনফারেন্স হল গৃহে বৃহস্পতিবার। তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৫ টি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পৌর বাসিদের মধ্যে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এই পানীয় জলের সংকটের নেপথ্যে রয়েছে খোয়াই নদীর জলশ্রুত দ্বারা কম থাকা সহ নদীর গতিপথ পরিবর্তন ইত্যাদি। এদিকে তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার পানীয় জলের তীব্র সংকট দূরীকরণের লক্ষ্যে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বৃহস্পতিবার তেলিয়ামুড়া পৌর পরিষদে প্রশাসনিক স্তরের এক জরুরীকালীন বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। বৈঠকে আলোচনা হয় কিভাবে পানীয় জলের সংকট দূরীকরণ করা যায়।
এই বৈঠক সম্পর্কে বলতে গিয়ে বিধায়িকা কল্যানী সাহা রায় বলেন,,,,, এদিনের এই বৈঠকের মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য খোয়াই নদীতে অস্থায়ী বাঁধ নির্মাণের মধ্য দিয়ে ইনটেক ওয়েলে পর্যাপ্ত জল পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে, আর যাতে করে খোয়াই নদীতে থাকা ইনটেক ওয়েলে পর্যাপ্ত জল পৌঁছালে তেলিয়ামুড়া পৌর বাসীদেরও চাহিদামত পানীয় জলের যোগান দেওয়া সম্ভব হবে। অন্যদিকে, নদীতে এই অস্থায়ী বাঁধনির্মাণের ফলে যাতে খোয়াই নদী সংলগ্ন এলাকাগুলির মানুষজনদের জীবন সম্পত্তির কোন ক্ষতি সাধন না হয় এর জন্য ব্যাম্বু প্যারাসিটিং -এর মাধ্যমে মানুষের জীবন সম্পত্তি রক্ষা করে তেলিয়ামুড়া পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে পর্যাপ্ত পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হবে। আর এই সম্পূর্ণ ব্যবস্থাপনাটি করার পূর্বে আগামীকাল অর্থাৎ শনিবার দিন একটি প্রতিনিধি দল সরে-জমিনে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার জন্য নদীতে অস্থায়ী বাঁধ নির্মাণের সংশ্লিষ্ট এলাকাটি পরিদর্শনে যাবে বলেও জানান বিধায়িকা।।