শুক্রবার রেশন শপ ডিলার্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রাজ্যের খাদ্য দফতরের নয়া মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন রেশন শপ ডিলার্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সংবর্ধনা দেয়। সঙবাদ মাধ্যমকে প্রতিনিধি দলের এক সদস্য জানান, নয়া মন্ত্রীকে সংবর্ধনা দিতে পেরে তারা খুশি । মন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছে। উনার সঙ্গে আলোচনা ফলপ্রশু হয়েছে বলে জানান তিনি। তিনি আশাপ্রকাশ করেন নয়া মন্ত্রীর তত্বাবধানে রেশন সামগ্রী বণ্টন প্রক্রিয়া আরও উন্নত হবে।