Saturday, November 23, 2024
বাড়িখবররাজ্যশুধু বক্তৃতায় পাশে আছি বললে চলবেনা প্রয়োজনের সময় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে...

শুধু বক্তৃতায় পাশে আছি বললে চলবেনা প্রয়োজনের সময় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে- মানিক সরকার

মানুষের বিপদে মানুষ মানুষকে সাহায্য করে পাশে দাঁড়ায় শুধু বক্তৃতায় পাশে আছি বললে চলবেনা প্রয়োজনের সময় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে তাতেই প্রকৃত বন্ধুর পরিচয় হয় বিরোধী দলনেতা মানিক সরকার। বুধবার আগরতলার ছাত্র-যুব ভবনেSFI এবংDYFI পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ, প্রাক্তন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি আমল চক্রবর্তী সহ আরো অন্যান্যরা। প্রথমে প্রায়াত বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথ এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্যরা। রক্তদান শিবির পরিদর্শন করে বিরোধীদলীয় নেতা মানিক সর্কার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রক্তদান শিবিরে এসে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানান বারবার যাতে তারা এসে রক্ত দেয় এ আবেদন তাদের কাছে রাখেন বিরোধী দলনেতা। তিনি আরো বলেন শুধু রক্ত দিলে চলবে না চক্ষুদান করতে হবে নানা অঙ্গ প্রত্যঙ্গ দান করার অভ্যাস ক্রমশঃ চালু হচ্ছে যদিও আমাদের রাজ্যে বিষয়টা এমন ভাবে শুরু করা যায়নি। বাম সরকার উদ্যোগ নিয়েছিল কিন্তু করে যেতে পারেননি। এটার জন্য নিশ্চয়ই রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করবেন দেহদান এটাতো খুবই দরকার মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য রক্তদানের সঙ্গে সঙ্গে চক্ষুদান ও দেহদান যোগ করা অত্যন্ত প্রয়োজন বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য