আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী যাদব লাল নাথের সমর্থনে বিজয় সংকল্প জনসভার আয়োজন করা হয় l এই জন সভায় প্রচারের মুখ হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। মঙ্গলবার ৫৫ নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের পত্যেকরায় মেলার মাঠে অনুষ্ঠিত হয় বিজয় সংকল্প জনসভা l জনসভায় নির্বাচনের স্টার প্রচারক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী যাদব লাল নাথের সমর্থনে হয় এই জন সভা l উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ৮ বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী ডাঃ মানিক সাহা সহ দলের নেতৃত্ রা। জন সভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্য নাথ বলেন, রাজ্যে এখন উন্নয়ন এর বন্যা বইচ্ছে l ভাজপার উপর আস্থা রেখে উন্নয়ন হচ্ছে l এদিকে কংগ্রেস সি পি আই এম এক জোট হয়ে উন্নয়ন এর পথে বাধা হয়ে দাঁড়াতে সরযন্ত্র করছে বলে তিনি জানান l এদিন জন সভায় প্রায় সাড়ে চার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিল বলে জানা গেছে l জন সভায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ প্রার্থীকে নির্বাচনে জয়ী করার জন্য আহবান জানান l



