আসন্ন বিধানসভা নির্বাচনে এবার সি পি আই এম ও কংগ্রেস দল জোট হয়ে লড়াই করছে l তারা লড়াই করছে শাসক দল বিজেপি র বিরুদ্ধে l নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে জোরদার লড়াই করছে এই জোট সঙ্গী দুই দল l এরই অঙ্গ হিসেবে সোমবার সিপি আই এম,আর এস পি, বামফ্রন্ট,সি পি আই এবং কংগ্রেস দলের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় l উপস্থিত ছিলেন সি পি আই এম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা সহ বিভিন্ন দলের নেতৃত্বরা l সাংবাদিক সম্মেলনে সি পি আই এম দলের রাজ্য সম্পাদক বলেন, মবস্বর আলী সি পি আই এম দলের বিধায়ক ছিলেন l তিনি সম্প্রতি নিজ দল ত্যাগ করে বিজেপি দলে যোগ দিয়ে দল থেকে টিকিট পেয়ে Kailasahar কেন্দ্রে লড়াই করছেন l আমরা কিন্তু মবস্বর আলীকে এখনো বহিষ্কার করেনি, প্রক্রিয়া চলছে l এই ভাবেই establishment সিস্টেম Violence করা হচ্ছে বলে তিনি জানান l সাংবাদিক সম্মেলনে জিতেন চৌধুরী বলেন, দেশের এক বিশেষ পরিস্থিতিতে ত্রিপুরার যে নির্বাচন, এই নির্বাচনে রাজ্যের বর্তমান শাসক দল যারা গত 5 বছর আগেও মিথ্যার উপর ভর করে এই রাজ্যের ক্ষমতা দখল করেছিল l মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিল বলে তিনি জানান।
এদিকে সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের নেত্রী বলেন, নির্বাচনে সকল দলেরই প্রচার করার অধিকার রয়েছে l বাইক রেলি করতে পারছি না আমরা.l সেক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে যে 48 ঘণ্টা বা 72 ঘন্টা আগে অনুমতি নিতে হবে l এক্ষেত্রে শাসক দল বিজেপি কিভাবে প্রচার করে চলেছে, এবিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি l সাংবাদিক সম্মেলনে শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেছে উপস্থিত বিভিন্ন দলের নেতৃত্বরা l তারা নির্বাচনি প্রচারে র জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে l



