বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষে প্রচার করে চলেছে প্রার্থীরা। তাই এই লক্ষ্যকে হাতিয়ার করে সকলের সঙ্গে তাল মিলিয়ে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী পাপিয়া দত্ত । আর এই প্রচারেরই অঙ্গ হিসেবে সোমবার সকালে প্রার্থীর সমর্থনে এক বর্নাঢ্য পদযাত্রার আয়োজন করে দল। এদিন এই কেন্দ্রের ৬ নং ওয়ার্ডে আয়োজিত পদযাত্রাটি অনুষ্ঠিত হয় । এলাকার SDO চৌমুহনী থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রাটি। আয়োজিত এই পদযাত্রায় পা মেলান প্রার্থীও। পদযাত্রায় প্রার্থীকে জয়ী করার জন্য স্লোগান উঠে । এক সাক্ষাৎকারে প্রার্থী বলেন, ব্যাপক ভাবে সাড়া পাচ্ছেন প্রচারে বেরিয়ে মানুষ আর বিরোধী দলকে চাইছে না এখন। সকলেই বিজেপি দলকে চাইছে l তাই আসন্ন বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত বলে আশা ব্যক্ত করে প্রার্থী।



