২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী কল্যাণী সাহা রায় রবিবার নির্বাচনী প্রচারে বেরিয়েই ছনলং পাড়ার বাবা রুপিনি দেবতার মন্দির পরিদর্শন করেন এবং পূজো পাঠে অংশ নেন। উল্লেখ্য থাকে, এই মন্দিরটি উনার বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে তৈরি করে দেওয়া হয়েছিল। রবিবার এই মন্দিরে রুপিনিদের রীতিনীতি মেনে বেশ শ্রদ্ধার সহিত পুজোপাঠ অনুষ্ঠিত হয়। এরপরেই তিনি অর্থাৎ প্রার্থী কল্যাণী রায় মনিরাম পাড়ায় অপর একটি নির্বাচনী সভা করেন। এই সভায় উপস্থিত জনতার কাছে তিনি জানতে চান এলাকায় কি কি উন্নয়ন হয়েছে। পরে এলাকাবাসীদের প্রতিশ্রুতি দেন যদি তিনি ২০২৩ শের বিধানসভা নির্বাচনে জয়ী হয়, তাহলে এই এলাকায় উন্নয়নের কাজ জারি থাকবে আগামী দিনও।।



