সোমবার সংযুক্ত কিষান মোর্চার সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে মোর্চার সমস্ত সদস্যরা বিশ্বাসঘাতকতা দিবস পালন করে। ত্রিপুরাতেও সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা, সারা ত্রিপুরাব্যাপী এই বিশ্বাসঘাতকতা দিবস পালন করা হয়।আগরতলায় সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির হল ঘরে বিশ্বাসঘাতকতা দিবস পালন করা হয় হল সভার মাধ্যমে। এই দিনের হল সভায় উপস্তিত ছিলেন সংযুক্ত কৃষান মোচার আহবায়ক পবিত্রকর, সি পি আই এম রাজ্য কমিটির সাসাধারন স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন সি ইএম, সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সভাপতি অঘোর দেববমা, সহ অন্যান্যরা।এই হল সভায় বক্তব্য রাখতে গিয়ে সংযুক্ত কিষান মোর্চার রাজ্য কমিটির আহ্বায়ক পবিত্র করে বলেন দেশের নেরন্দ্র মোদির রক্ত চক্ষু কে উপেক্ষা করে অত্যন্ত ধৈর্যের সাথে গণতান্ত্রিক উপায়ে রাস্তায় বসে শীত-গ্রীস্ম ও বর্ষা পুলিশের আক্রমণ বিজেপির গুন্ডারা আক্রমণ তা মোকাবেলা করে প্রাথমিকভাবে জয় হাসিল করেছে প্রধানমন্ত্রী ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন প্রত্যাহারের জন্য বলে ওনার বক্তব্য তুলে ধরেন।