Saturday, March 15, 2025
বাড়িখবররাজ্যডেকোরেটরের এক হাজার টাকা চেতে গিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

ডেকোরেটরের এক হাজার টাকা চেতে গিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

ডেকোরেটরের টাকা চেতে গিয়ে মালিক ও শ্রমিকের মধ্যে সংঘর্ষ।ঘটনা মধ্যে বক্সনগর খঙ্কারটিল এলাকায়।ঘটনার বিবরনে জানা যায় শনিবার সন্ধ্যা ৫ ঘটিকার সময় আশাবাড়ী গ্রাম পঞ্চায়ে উত্তর বক্সনগর এলাকার রিয়াজ উদ্দিন মিশুক নামে এক যুবক শনিবার সন্ধ্যা ৫ ঘটিকার সময় মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েত খনকারেরটিলা এলাকায় তরুণ কর্মকার নামে এক যুবকের কাছে বিয়ের ডেকোরেটর করার ১ হাজার টাকা পাওনা ছিল। রিয়াজ উদ্দিন মিশুক এই টাকা তরুণ কর্মকারের কাছে এর আগেও কয়েকবার বলার পরেও টাকা সুদ করেননি।পরে পুনরায় শনিবার টাকা চেতে গেলে দুই যুবকের মধ্যে প্রথমে তর্ক বিতর্ক সহ অজস্র ভাষায় গালাগালি করেন রিয়াজ উদ্দিন মিশুক।পরবর্তী সময়ে এ ঘটনাটি এক পর্যায়ে হাতাহাতি তে গিয়ে পৌঁছায়, পরে তরুণ কর্মকারের মা দেখতে পেয়ে এসে রিয়াজ উদ্দিন মিশুক কে কষিয়ে একটি চড় মেরে দেয় বলে খবর,তা রিয়াজ উদ্দিন মিশুক সহ্য করতে না পেরে রিয়াজ উদ্দিন মিশুকের হাতে একটি চাবির ছড়ায় থাকা একটি ছুরি দিয়ে তরুণ কর্মকারকে আঘাত করতেই তার পেটে ছুরির আঘাত লাগে।পরবর্তী সময়ে তরুণ কর্মকারসহ তার মা বাবা মিলিতভাবে রিয়াজ উদ্দিন মিশুককে গাছের সাথে বেঁধে প্রচন্ড মারধর করে।তাতেই তার মাথায় ও শরীরের প্রচন্ড আঘাত লাগে।এই ঘটনাটি এলাকার এক ব্যাক্তি দেখতে পেয়ে তার বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন কলমচৌড়া থানায় জানালে পুলিশ ও এলাকার লোকজন গিয়ে রিয়াজ উদ্দিন মিশুককে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।অপরদিকে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত তরুণ কর্মকারকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কর্তব্যরত চিকিৎসক ডক্টর ডায়াল দেববর্মা দুজনকেই প্রাথমিক চিকিৎসা করে জিবি হাসপাতালে রেফার করেন।এই ঘটনায় দুই পরিবারের মধ্যেই বিক্ষোপ দেখা দেয়। পুলিশ গিয়ে তুই পরিবারকে কিছুটা সামলাতে সক্ষম হন।জানা যায় দুই পক্ষ থেকেই অভিযোগ ও পাল্টা অভিযোগ করা হয় কলমচৌড়া থানায়।পুলিশ তদন্তে বেরিয়ে আসবে কার কতটুকু দোষ ঘটনায়।পরে জানা যায় এই ঘটনায় দুইজনে ঘুরতর অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য