আসন্ন রাজ্য বিধানসভার নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বৈঠক করল ত্রিপুরা প্রদেশ NSUI l এদিন রাজধানীর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন NSUI কেন্দ্রীয় নেতৃত্ব , রাজ্য সভাপতি সম্রাট রায় সহ অন্যান্য নেতৃত্বরা। বৈঠকে এক কেন্দ্রীয় নেতৃত্ব বলেন, আপনি যদি নিষ্ঠার সঙ্গে দলের হয়ে কাজ করেন, পরিশ্রম করেন তাহলে কাজের কোন সীমা থাকবে না l এই নির্বাচনে NSUI এর ভূমিকা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি জানান l