বৃহস্পতিবার সমাপ্তি হলো বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আয়োজিত হল ভারতীয় জনতা পার্টির জনবিশ্বাস রথযাত্রার। এই রথযাত্রাটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হাত ধরে শুরু হয়েছিল। রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় ঘুরে সপ্তাহ ব্যাপী এই রথযাত্রা। বিভিন্ন জায়গায় বিজয় সংকল্প সমাবেশ হয় বিজেপি প্রদেশ ও সর্বভারতীয় নেতৃত্ব তারকা প্রচারকদের উপস্থিতিতে। অবশেষে আট দিনের মাথায় এই রথযাত্রার সমাপ্তি হয় রাজধানীতে। এদিন রথটি রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণে বিজয় সংকল্প সমাবেশে মিলিত হয়। এদিন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শহরের এই রেলিতে অংশ নেন। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ- মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যরা।সমাবেশে দলের সর্বভারতীয় সভাপতি কেন্দ্রের বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।তিনি বলেন, ত্রিপুরায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় ৪ হাজার ৭০০ কিলোমিটার সড়কে গ্রামীণ এলাকা জুড়ে দেওয়া হয়েছে। এ দিনের যাত্রাটিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।