Thursday, July 3, 2025
বাড়িখবররাজ্যস্বামীজীর চিন্তাধারায় এগোচ্ছে বর্তমান যুবসমাজ - মেয়র

স্বামীজীর চিন্তাধারায় এগোচ্ছে বর্তমান যুবসমাজ – মেয়র

12ই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিনl গোটা দেশের সঙ্গে রাজ্যেও এদিন যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয় l এদিন সকালে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্ম দিন পালন করা হয় রাজধানীর বিবেক উদ্যানে। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। এদিন প্রথমে স্বামীজীর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বিবেক জ্যোতি প্রজ্জ্বলিত করা হয় l এরপর পতাকা উত্তোলন করা হয়। সেখানে উপস্থিত পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, স্বামী বিবেকানন্দের জন্ম দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় গোটা দেশে l তিনি ছিলেন ভারতবর্ষকে নতুন করে গঠন করার কারিগর l তিনি ছিলেন যুবকদের প্রতীক l আজকের যুবকরা কিন্তু স্বামীজির চিন্তা ভাবনায় এগোচ্ছে বলে তিনি জানান l এদিকে রামকৃষ্ণ মিশনের মহারাজ জানান, 1985 সালে ভারত সরকার এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষনা করেছিল l কারন স্বামী বিবেকানন্দ হল যুবক তথা যুব সমাজের প্রতীক l তিনি ছিলেন চির যুবক l

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য