Thursday, July 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদঅভিনব কায়দায় মেলাঘরের পদ্ম ডেবায় গড়ে উঠলো বুড়ির ঘর

অভিনব কায়দায় মেলাঘরের পদ্ম ডেবায় গড়ে উঠলো বুড়ির ঘর

বেশ কিছুদিন সময় নিয়ে পাড়ার কচিকাঁচা থেকে শুরু করে দামাল ছেলেরাও যুক্ত হয় এই বুড়ির ঘর নির্মাণে।চিরাচরিত ঐতিহ্য রক্ষা করতে গিয়ে মকর সংক্রান্তি উপলক্ষে এই বুড়ির ঘর নির্মাণ করা হয়।বিগত দিনেও ওরা করেছিল।এই বুড়ির ঘর নির্মাণের জন্য বেশ কিছুদিন আগে থেকেই পদ্ম ডেবার অভিভাবকরা এবং স্থানীয় কিছু সমাজ সেবক রাও যুক্ত হয়েছিল।যদিও পরোক্ষভাবে সাহায্য করেছিল।এখন তো সর্বত্র পাশ্চাত্য সাংস্কৃতিকে এই রাজ্য গ্রাস করেছে।কিন্তু বাঙালির এই চিরাচরিত ঐতিহ্য মকর সংক্রান্তি উপলক্ষে সর্বত্রই কিছু না কিছু ঐতিহ্য বজায় রয়েছে।কিন্তু এবার দেখা গেল সোনামুড়া মহকুমার অন্তর্গত পদ্ম ডেবায় এক অভিনব কায়দায় বেশ কিছুদিন সময় নিয়ে পূজা মন্ডপের রূপে রূপান্তরিত করে এই বুড়ির ঘর নির্মাণ করেছে। মকর সংক্রান্তির দিন পশ্চিম আকাশে যখন ভোরের সূর্যের আলো ফুটে উঠবে তখনই বুড়ির ঘরে আগুন দিয়ে ছাই করে দেবে ঘরটি।বুড়ির ঘর পুড়িয়ে সবাই স্নান করে নেবে পরিষ্কার জলে।বাড়িতে গিয়ে যার যেমন খেজুরের লালি দিয়ে পিঠে গুলি মজা করে খাবে।বছরে একবার এই মকর সংক্রান্তি সনাতন ধর্মাবলী প্রত্যেকেই উপভোগ করে থাকে। তবে মেলাঘরের পদ্ম ঢেবায় কিছুটা বাড়তি আনন্দ উপভোগ করবে বুড়ির ঘর পোড়ানোতে।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য