মঙ্গলবার তেলিয়ামুড়া BAC -এর উদ্যোগে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্গত কুকি কলোনি, দার্জিলিং টিলা এলাকা ও হদ্রাই কমিউনিটি হলে জনজাতি মহিলাদের মধ্যে ২,০০০ কেজি সুতা বন্টন করা হয়। ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষ জনদের চিরাচরিত পোশাকাদি তারা সুতা দিয়ে নিজ হাতে তৈরি করে থাকেন। সেই সঙ্গে জনজাতিদের পোশাকাদি গুলি, যেমন রিশা , পাছরা সহ জনজাতিদের চিরাচরিত এই বিভিন্ন পোশাক আদি গুলির গোটা রাজ্যে ব্যাপক চাহিদা রয়েছে। মূলত এই সুতার মাধ্যমে তাদের চিরাচরিত এই পোশাক তৈরি করে আগামী দিনে জনজাতি অংশের মহিলারা এগুলো বিক্রি করে আগামী দিনে অর্থনৈতিকভাবে নিজেরা স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাবে। এদিনের এই সুতা বন্টনের সময় বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া BAC চেয়ারম্যান ওয়ান লাল রাঙ্খল, জনজাতি মোর্চার তেলিয়ামুড়া মন্ডল সভাপতি প্রজা মানিক কুকি সহ অন্যান্যরা। এদিন বিধায়িকা কল্যাণী রায় বলেন,,,, ২০১৮ সালে ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তনে মহিলারা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আগামী দিনও মহিলারা সামনে থেকে কাজ করে যাবে। জনজাতি এলাকায় মহিলাদের মধ্যে এই সুতা বন্টন কে কেন্দ্র করে জনজাতি অংশের মহিলাদের মধ্যে ব্যাপক খুশির বাতাবরণ পরিলক্ষিত হয়।।