Wednesday, July 2, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদR.M.P.A. রাজ্য কমিটির দুই দিনের সাধারণ সভা শুরু হলো

R.M.P.A. রাজ্য কমিটির দুই দিনের সাধারণ সভা শুরু হলো

পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার হাসিমারা -য় ‘রূরাল মেডিকেল প্রাকটিশনার্স এ্যাসোসিয়েশন” এর পশ্চিমবঙ্গ ৬ষ্ঠ রাজ্য কমিটির ৪র্থ সাধারণ সভা (দুই দিনের) আজ সোমবার ৯ই জানুয়ারি শুরু হয়েছে বলে জানান রাজ্য সহকারী সাধারণ সম্পাদক গ্রামীণ চিকিৎসক বিপ্লব মল্লিক আমাদের প্রতিনিধিকে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে শতাধিক গ্রামীণ চিকিৎসক ও ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিগণ সাধারণ সভায় উপস্থিত হয়েছেন বলে জানান রাজ্য সভাপতি গ্রামীণ চিকিৎসকআনন্দ মণ্ডল।আজকে দুপুর থেকে রাত পর্যন্ত আবার আগামীকাল ১০ই জানুয়ারী সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ সভা চলিবে বলে জানান রাজ্য সাধারণ সম্পাদক গ্রামীণ চিকিৎসক বিশ্বজিত শাসমল। সংগঠনের পতাকা উত্তোলন, শহিদবেদীতে শ্রদ্ধা নিবেদন, নীরবতা পালন, ডা নর্মান বেথুনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সভার মূল কার্যক্রম শুরু হয়। প্রতিবেদন পাঠ ও আলোচনা করা হয়। বিভিন্ন জেলা ও অন্য রাজ্যের সংগঠনের অবস্থান, আগামী দিনের কর্মসূচী, বার্ষিক আয় – ব্যয় রিপোর্ট ইত্যাদি নিয়ে আলোচনা করা চলছে বলে জানিয়েছেন রাজ্যের সহঃ সভাপতি গ্রামীণ চিকিৎসক জনাব মহঃ কিম্মত আলি। গ্রামীণ স্বাস্থ্য সমাচার সম্পাদক গ্রামীণ চিকিৎসক জনাব খন্দকার মোমিনুর রহমান ও ডাঃ নর্মান বেথুন চলমান মেডিকেল স্কুল কমিটির সম্পাদক আলোচনায় অংশ নেন। জেলার বিভিন্ন প্রান্তের প্রতিনিধি প্রতিবেদনের উপর আলোচনা করছেন বলে জানান জনস্বাস্থ্য ও জনশিক্ষা বিভাগের সম্পাদক গ্রামীণ চিকিৎসক বিপ্লব মান্না। চুল চেরা বিশ্লেষন চলছে বলে জানা গেছে। রাজ্যে ও কেন্দ্রের সকল প্রকার জন স্বাস্থ্য বিরোধী কার্যকলাপ সম্পর্কে আলাপ আলোচনা করা হবে জানান রাজ্য কোষাধ্যক্ষ গ্রামীণ চিকিৎসক জনাব জুলফিকার আলি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য