আজ অর্থাৎ ৮ই জানুয়ারি রোজ রবিবার দুপুর আনুমানিক ১ টা নাগাদ মুহূর্তের মধ্যে এক পাগল কুকুরের তাণ্ডব লীলায় তটস্থ পরিস্থিতির সৃষ্টি হয় কল্যাণপুর মোটরস্ট্যান্ড এবং সন্নিহিত এলাকাতে। কুকুরের কামড়ে আহত মোট চারজন। ঘটনার বিবরণে জানা যায়, পূর্বঘুষিত সুচি অনুযায়ী আজ কল্যাণপুরের বিস্তীর্ণ এলাকার আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের একটা কর্মসূচিতে অংশ নিতে কল্যাণপুরে সমবেত হয়। কর্মসূচি শেষ করে যখন আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা নিজ নিজ এলাকায় ফিরছিলেন তখন আচমকাই মোটরস্ট্যান্ড এলাকায় একটা পাগল কুকুর সামনে যাকে পায় তাকেই কামড়াতে থাকে। মুহূর্তের মধ্যে ছোটা ছোটি শুরু হয়ে যায় গোটা বাজারে। এর ফাঁকে কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয় দাঁড়িকাপুর গ্রামের মধু শীল (৩৫) নামে জনৈক এক কৃষক, পশ্চিম ঘিলাতলির শৈলবালা দাস (৫৫), বাজার কলোনি গ্রামের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার শেফালী দাস(৪২) এবং ঘিলাতলী গ্রামের আশা কর্মী স্বপ্না দেব পাল (৩৯)। মুহূর্তের মধ্যে অন্যান্য আশাকর্মী অঙ্গনোয়ারী কর্মী সহ সাধারণ মানুষরা জড়ো হয়ে আহতদের তড়িঘড়ি কল্যাণপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। এই বিষয়ে কল্যাণপুর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন কুকুরের কামড়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে, আতঙ্কিত হওয়ার কোন বিষয় নেই। যদিও সেই পাগল কুকুরটি এখনো গোটা এলাকায় ছোটাছুটি করছে এবং মানুষজনদের তাড়া করছে। এলাকাবাসীদের মধ্য থেকে ইতিমধ্যেই দাবি উঠতে শুরু করে দিয়েছে যাতে বনদপ্তরের তরফে সেই কুকুরটিকে আটক করে কুকুরটিকে যথাস্থানে পাঠানোর ব্যবস্থা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।।