Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যখোয়াই রামচন্দ্র ঘাট আইপিএফটি ডিভিশন কমিটির উদ্যোগে এন সি দেববর্মার প্রয়াণে এক...

খোয়াই রামচন্দ্র ঘাট আইপিএফটি ডিভিশন কমিটির উদ্যোগে এন সি দেববর্মার প্রয়াণে এক রেলি ও শোকসভার আয়োজন করা হয় পদ্মবিল এলাকাতে।

পয়লা জানুয়ারি ২০২৩ শে আগরতলা জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন রাজ্য বিজেপি আইপিএফটি জোট সরকারের ভূমি রাজস্ব এবং বনদপ্তরের মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা । তাই উনাকে স্মরণ করতে ৭ই জানুয়ারি শনিবার দুপুরে রামচন্দ্র ঘাট আইপিএফটি ডিভিশন কমিটির উদ্যোগে এক শোক রেলি এবং শোক সভার আয়োজন করা হয় পদ্মবিল বাজারে। এই রেলিটি পদ্মবিল ব্লক থেকে শুরু হয়ে পদ্মবিল বাজারে এসে শেষ হয় এবং সেখানে শোক সভার আয়োজন করা হয়।এই শোক রেলিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ পাটির অন্যান্য কর্মীবৃন্দরা। বিধায়ক প্রশান্ত দেববর্মা বলেন মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা শুধু একজন আইপিএফটি দলের নেতা ছিলেন না তিনি আইপিএফটি দলের একজন ফাউন্ডার মেম্বার সহ একজন বুদ্ধিজীবী লোক ছিলেন তাই রাজ্যের ৪০ লক্ষ মানুষের জন্য সর্বদা চিন্তা করে কাজ করে গেছেন তাই উনার মৃত্যুর পরে রাজ্য সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। একাধারে যেমন তিনি রাজনীতিবিদ ছিলেন অন্যদিকে একজন লেখকও ছিলেন। তাই ওনার মৃত্যুর পর আইপিএফটি দলের পক্ষ থেকে নরেন্দ্র চন্দ্র দেববর্মার প্রতি শ্রদ্ধা জানাতে খোয়াই পদ্মবিল এলাকায় এক শোক সভার আয়োজন করা হয়। অন্যদিকে তিনি এক বিশাল ব্যক্তিত্বের লোক ছিলেন তাই রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন আঙ্গিকে উনাকে স্মরণ করা হচ্ছে এরই অঙ্গ হিসেবে পদ্মবিল এলাকায় আইপিএফটি দলের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়। উনার জীবিত কালে রাজ্য বাসীর জন্য যে ধরনের কাজ করে গেছেন তা দেশ ও রাজ্যের জন্য অমর হয়ে থাকবে। উনার মত একজন ব্যক্তিত্ব কে হারিয়ে দলের কর্মকর্তারা ভারাক্রান্ত শুধু তাই না রাজ্য রাজনীতিতে উনার মত একজন ব্যক্তিত্বকে হারিয়ে আইপিএফটি দলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে মন্তব্য করেন বিধায়ক প্রশান্ত দেববর্মা। এই ক্ষতি কোনদিন পূরণ করা সম্ভব হবে না তাই তাদের দল খুবই মর্মাহত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য