জানা গেছে, গন্ডাছড়া থেকে ঠিকেদার কাজ সেরে কাঁকড়াছড়া গঙ্গানগর পাহাড়ি রাস্তা ধরে খোয়াই উদ্দেশ্যে একটি গাড়ি করে ফিরছিল তিনজন। এদিকে ঘন কুয়াশা এবং পাহাড়ি আঁকাবাঁকা ধরে আসার পথে কাকড়াছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। এই দুর্ঘটনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ মুঙ্গিয়াকামী থানার পুলিশ এবং টিএসআর জোয়ানরা। তাদের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ প্রায় চার ঘন্টা পর ২০০ ফুট গভীর খাদ থেকে তিনজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহতরা হল চয়ন দাস, হরে কৃষ্ণ ভৌমিক এবং অশোক দেব। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রত্যেকের অবস্থা আশঙ্কা জনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে প্রেরণ করে দেয়।।