ব্যাপক সারা জাগানো প্রচারের মধ্য দিয়ে সম্পূর্ণ হল হাতাইকতর ইকোপার্কের চতুর্থ হর্ণবিল উৎসব। উল্লেখ্য, ২০১৯ সালে রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে প্রথমবারের মতো এই হর্নবিল উৎসব খোয়াই জেলার তেলিয়ামুড়ার বড়মুড়া অর্থাৎ হাতাইকতরে শুরু হয়। এরপর থেকে প্রতি বছরই এই হর্নবিল উৎসব নিয়ে বনদপ্তর তথা প্রশাসনিক তৎপরতা ব্যাপকভাবে চোখে পড়ে, এই হর্নবিল উৎসবের মধ্য দিয়ে হর্নবিল অর্থাৎ ধনেশ পাখিকে নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সচেতনতামূলক সারা ফেলতে সক্ষম হয়। পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী আজ অর্থাৎ শনিবার হাতাইকতর ইকোপার্কে এই হর্নবিল উৎসবের মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বন আধিকারিক কে.এস শেঠি (IFS, PCCF & HoFF, Principal Secretary ‘Forests’ Tripura), খোয়াই জেলার বন আধিকারিক অক্ষয় বি ভদ্রে, IFS নিরাজ কুমার চঞ্চল, খোয়াই জেলার সভাধিপতি জয়দেব দেববর্মা, ত্রিপুরা রাজ্যের ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সহ অন্যান্যরা। এই হর্নবিল উৎসবে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী রায় এই হর্নবিল উৎসব প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বা প্রকৃতিকে রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আখ্যায়িত করেন। তিনি দাবি করেন এই সময়ের মধ্যে হর্নবিল উৎসব ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং আগামী দিনে সবার স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে এই হর্নবিল উৎসব গোটা জেলা তথা রাজ্যের মানুষজনদের মধ্যে হর্নবিল পাখি নিয়ে ব্যাপক সচেতনতা বিস্তার করবে বলে আজকের এই হর্নবিল উৎসবে দাঁড়িয়ে দাবি করলেন মুখ্য সচেতক কল্যাণী রায়। হাতাইকতর ইকোপার্কে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে হর্নবিল উৎসব শুরু হয়েছিল ২০১৯ সালে। এই হর্নবিল অর্থাৎ ধনেশ পাখি রাজ্যে একমাত্র বড়মুড়াতেই দেখা যায়। তাই এই ধনেশ পাখি রক্ষা করা আমাদের কর্তব্য, জনগণের কাছে এমনটাই আহ্বান করেন অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। অন্যান্য বক্তারাও নিজ নিজ বক্তব্যে প্রকৃতিকে রক্ষার তাগিদে এই হর্নবিল পাখির রক্ষণাবেক্ষণ করা কতটা তাৎপর্যপূর্ণ সে বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। উল্লেখ্য, তদানীন্তন খোয়াই জেলা বন আধিকারিক IFS নিরাজ চঞ্চলের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে এই হর্নবিল উৎসবের পথ চলা শুরু হয় হাতাইকতর (বড়মুড়া) ইকো পার্কে। বড়মুড়ার এই গভীর অরণ্য সহ পাহাড়ের মাঝ বরাবর অবস্থিত জাতীয় সড়কে মানুষজনেরা এই হর্নবিল পাখির উপস্থিতি চাক্ষুষ করে থাকেন প্রায়শই। বরাবরের মতো এবারও এই হর্নবিল উৎসব আয়োজন নিয়ে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় সাধারণ মানুষজনদের মধ্যে। তাছাড়া, এই হর্নবিল উৎসব আগামী দিনে আরো বেশি করে যাতে সাধারণ মানুষদের মধ্যে হর্নবিল অর্থাৎ ধনেশ পাখিকে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সচেতনতামূলক মনোভাব বিস্তার করে, এমনটাই সবাই কামনা করছেন।।