Tuesday, July 1, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবাড়িতে গিয়ে বন্দুক উঁচিয়ে ব‍্যবসায়ীর মাথায় গুলি করেন বিএসএফ জওয়ান

বাড়িতে গিয়ে বন্দুক উঁচিয়ে ব‍্যবসায়ীর মাথায় গুলি করেন বিএসএফ জওয়ান

বাড়িতে গিয়ে বন্দুক উঁচিয়ে ব‍্যবসায়ীর মাথায় গুলি করলো বিএসএফ জোয়ানরা।ঘটনা বক্সনগর ব্লকের কলমচৌড়া থানাধীন রহিমপুর পঞ্চায়েতের কাঁটাতারের ১৬৩ নং বেড়া সংলগ্ন এক নং ওয়ার্ড এলাকায়। জানা গেছে, এলাকার অহিদ মিয়ার দ্বিতীয় মেয়ের জামাতা বাবুল হোসেন তার নিজ বাড়ি বিশালগড় থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিল এবং বেড়াতে এসে সেখানে মাঝে মধ‍্যে সীমান্ত দিয়ে অবৈধ পাঁচার বানিজ‍্যও করে থাকে। এবং তার এই খবর বিএসএফের নজরেও ছিল। ফলে মঙ্গলবার বিকেলে অহিদ মিয়ার বাড়িতে গিয়ে চারজন সীমান্তরক্ষী বাহিনীর জোয়ান জামাতা বাবুল হোসেনের খোঁজ করলে তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে চাইলে জোয়ানরা তাকে ধরে ফেলে এবং কিছু বুঝে উঠার আগেই তার মাথায় গুলি করলে ঘটনাস্থলেই লুটিয়ে পরে বাবুল হোসেন। সাথে সাথে বাড়ির লোকজন চিৎকার চেচামেচি শুরু করলে ঘটনাস্থল থেকে চলে যায় সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা। পরবর্তীতে বাড়ির লোকজন গুরুত্বর আহত অবস্থায় বাবুল হোসেনকে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর জিবিপি হাসপাতালে রেফার করে। তবে সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানদের এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য