Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যনির্বাচনের প্রাক মুহূর্তে কুমারঘাট থানার অন্তর্গত সুকান্ত নগর এলাকার নিতাই দত্তের বাড়ি...

নির্বাচনের প্রাক মুহূর্তে কুমারঘাট থানার অন্তর্গত সুকান্ত নগর এলাকার নিতাই দত্তের বাড়ি থেকে উদ্ধার ১টি এয়ারগান,ও ১টি ৭এম.এম. পিস্তল এবং ৫ রাউন্ড গুলি

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কুমারঘাট থানার অন্তর্গত সুকান্ত নগর এলাকার নিতাই দত্তের বাড়ি থেকে গোপন সূত্রের ভিত্তিতে কুমারঘাট থানার পুলিশ আজ সকাল ১১ টায় অভিযান চালিয়ে ১টি এয়ারগান,ও ১টি ৭এম.এম. পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ বাড়ির মালিক নিতাই দত্তের ছেলে নির্মল দত্তকে গ্রেফতার করে ও নিতাই দত্তকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কুমারঘাট মহকুমার পুলিশ আধিকারিক কমল দেববর্মা জানিয়েছেন, পুলিশ নির্মল দত্তকে গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, য়ে নির্মল দত্ত নিজেই পুলিশের কাছে স্বীকার করেছে বিহার রাজ্য থেকে সে এই অস্ত্রগুলি কিনে এনেছিল। পুলিশ উক্ত বিষয়ে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত করছে। এই ঘটনার জানাজানি হতেই কুমারঘাট এলাকায় প্রচন্ড চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত নিতাই দত্ত কুমারঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলে ও জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য