Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যরাতের আঁধারে অটো গাড়ি জালিয়ে দেয় দুষ্কৃতীরা

রাতের আঁধারে অটো গাড়ি জালিয়ে দেয় দুষ্কৃতীরা

রাতের আদারে দুষ্কৃতীরা পুড়িয়ে দিল এক ব্যক্তির অটো গাড়ি। ঘটনা মেলাঘর পূর্ব চন্ডিগড় টাওয়ার চৌমুহনী মসজিদ সংলগ্ন সিরাজ মিয়ার বাড়িতে। রাজ্যে বেশ কয়েকদিন ধরে প্রচন্ড শীত পড়ছে, তাতে রবিবার রাতে খাওয়া-দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়েন। আর এই ফাঁকে মেলাঘর পূর্ব চন্ডিগড় টাওয়ার চৌমুহনী মসজিদ সংলগ্ন পূর্ব চন্ডিগড় গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজ মিয়ায অটু গাড়িটি পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। জানা যায় গত পাঁচ মাস আগে এই অটো গাড়িটি ক্রয় করেছিলেন, কিন্তু আয়ের একমাত্র উৎস এই অটো গাড়িটি। জানা যায় রবিবার রাতে তার উঠোনে রাখা ছিল অটো গাড়িটি। তখন গাড়িটিতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনের প্রচন্ড শিখা যখন দাও দাও করে জ্বলতে থাকে এবং আগুনের লেলিহান শিখা ঘরের দিকে আসতে থাকে তখন সিরাজ মিয়ার ছেলে ঐ আগুন প্রথম দেখতে পায়। দরজা খুলে দেখতে পায় তার পিতার অটো গাড়িটি আগুনে জ্বলছে। তখন তার চিৎকারে বাড়ির সবাই ঘুম থেকে উঠে এবং আশেপাশের বাড়ির লোকজনও ছুটে আসে, প্রাথমিকভাবে বাড়ির লোকজন ও পাশের বাড়ির লোকজনরা মিলে অটো গাড়িতে লাগা আগুন নিভানোর চেষ্টা করে, কিন্তু আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে আগুনের কাছেও যাওয়ার মত কোনো পরিস্থিতিই ছিল না। সাথে সাথে ফোন করা হয় মেলাঘর ফায়ার সার্ভিস কে, কিন্তু মেলাঘর ফায়ার সার্ভিস থেকে অটো পুরানো ব্যক্তির বাড়ি মাত্র এক কিলোমিটার হবে। মেলাঘর ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলেও আধঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তাদের কোন হেল দুল ছিল না । বাধ্য হয়ে বাড়ির মালিক কাকড়া বন ফায়ার সার্ভিস কে ফোন করা হলে মুহূর্তের মধ্যে দীর্ঘ বারো কিলোমিটার পথ অতিক্রম করে অটো পুরানো সিরাজ মিয়ার বাড়িতে চলে আসে। যখন কাকড়া বন ফায়ার সার্ভিস চলে আসে তখন টের পেয়ে সঙ্গে সঙ্গে মেলাঘর ফায়ার সার্ভিসও সিরাজ মিয়ার বাড়িতে চলে আসে। কিন্তু আসলে কি হবে যা ক্ষতি তো হয়ে গেছে সিরাজ মিয়ার অটো গাড়িটি রক্ষা করতে পারেনি কেউ। এখন প্রশ্ন উঠছে যদি মেলাঘর ফায়ার সার্ভিস নির্দিষ্ট সময়ে সিরাজ মিয়ার বাড়িতে আসত অটো গাড়িটি কে নেবানু সম্ভবত হতো।এখানে শেষ নয় দীর্ঘ অনেক বছর ধরে অসংখ্য অভিযোগ জমা পড়েছে মেলাঘর ফায়ার সার্ভিসের বিরুদ্ধে । অনেক সময় লক্ষ্য করা গেছে অফিসের ল্যান্ডলাইন ডিস্টার্ব আবার কখনো ফায়ার সার্ভিসের যে সাউন্ড সেটাও ডিস্টার্ব, নির্দিষ্ট সময়ে আজ পর্যন্ত কোন একটি ঘটনায় পৌঁছতে পারেনি তারা এমনটাই অভিযোগ স্থানীয় জনগণের। এলাকার জনগণ দাবী তুলছেন মেলাঘর ফায়ার সার্ভিস শুধু নামে মাত্র। সরকার তাদের মাসে মাসে মোটা অংকের মাইনে দিচ্ছে আর তারা বসে বসে দিন কাটাচ্ছে । এই ফায়ার সার্ভিস থাকার চেয়ে না থাকাই অনেক ভালো । এদিকে মেলাঘর থানার পুলিশ সিরাজ মিয়ার যে অটো গাড়িটি পুড়িয়ে দিল দুষ্কৃতীরা সেখানে গিয়ে প্রত্যক্ষ করে আসে। কিন্ত কে বা কাহারা এমন ধরনের ঘটনা করল বাড়ির মালিক কিছুতেই বুঝে উঠতে পারছেন না। তাছাড়া তিনি ব্যক্ত করেন তার ব্যক্তিগত কোন শত্রুতাও নেই। দুষ্কৃতীরা অটো গাড়িতে আগুন লাগিয়ে ক্ষান্ত ছিল না। সিরাজ মিয়ার অন্য একটি ঘরে ও আগুন লাগার চেষ্টা করে। কিন্তু দরজার পর্দায় আগুন লাগালেও সে পর্দা আপনা আপনিভাবে নিভে যায়। বেশী দুর যেতে পারে না। আয়ের একমাত্র উৎস হারিয়ে অনেকটাই দিশাহীন হয়ে পড়েছেন অটো গাড়ির মালিক সিরাজ মিয়া। অটো গাড়ির মালিক সিরাজ মিয়া মেলাঘর থানাতে একটি সাধারণ ডায়েরি করেছেন এবং তার বিশ্বাস পুলিশ যদি সঠিক তদন্ত করে এবং সঠিক ভূমিকা গ্রহণ করে তাহলে তার গাড়ি যারা পুড়িয়েছে সেটা বের করতে বেশি সময় লাগবে না। এখন দেখার বিষয় মেলাঘর থানার পুলিশ কবে নাগাদ আসামিদের গ্রেপ্তার করতে পারে সেদিকে তাকিয়েছে তার পরিবারসহ গোটা এলাকা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য