Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যদিব্যদায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন কাজকর্ম নিয়ে বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির উদ্যোগে অফিসের...

দিব্যদায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন কাজকর্ম নিয়ে বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির উদ্যোগে অফিসের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়

বুধবার সকালে খোয়াই এর চেবরি স্থিত দিব্যদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের কনফারেন্স হলে প্রতি বছরের মত বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি (SAC ) র সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন শ্রীরামকৃষ্ণ সেবা কেন্দ্রের সাধারণ সম্পাদক স্বামী মুক্তামানন্দ মহারাজ । সভায় চেয়ারম্যানের স্বাগত বক্তব্য পাঠ করে শুনান দিব্যদয় কৃষিবিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর মনোজ শিং সাচান। তাছাড়া ডক্টর সাচান কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিগত দিনের কাজকর্ম এবং ২০২৩ এ কি কি কাজ করা হবে এলসিডি র মাধ্যমে উপস্থাপন করেন। অন্যাঅন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই মৎস্য দপ্তরের অধিকতা কৃষ্ণ হরি ত্রিপুরা, নাবার্ডের ডি ডি এম অমিত দাস, ভার্চুয়ালী মিটিংয়ে অংশগ্রহণ করেন আটারি, আইসিএআর অধিকর্তা ডক্টর এ কে সিনহা আইসিএআর মুখ্য বিজ্ঞানী আর. বড়দোলী কলেজ অফ ফিশারির ডিন ডক্টর আর কে সাহা স্পাইসিস বোর্ডের ফিল্ড অফিসার প্রীতম চক্রবর্তী এবং সুমন ভৌমিক , কৃষি মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ত্রিদিপ ভট্টাচার্য, কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় গোপ, জাহ্নবী রাঙ্খল লিপি ভৌমিক প্রমূখ। সভায় কৃষকদের সাথে বিশেষজ্ঞদের বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন পশু পালন বিশেষজ্ঞ ডক্টর নুরুল ইসলাম। অনুষ্ঠান শেষে জাতীয় সংগীতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য