মিড ডে মিলের রন্ধন ও সহকর্মীদের নিয়মিতকরণ ও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বেলফাং এলাকায় সড়ক অবরোধ বুধবার সকালে। মিড ডে মিলের রন্ধন ও সহকর্মীদের সড়ক অবরোধ সকাল দশটা থেকে দুপুর ২ টা পর্যন্ত । শেষে দীর্ঘ চার ঘন্টা পর খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের প্রতিশ্রুতি পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে অবরোধকারীরা। মিড ডে মিলের কর্মীদের ন্যূনতম ১৮ হাজার টাকা বেতন, দশ মাসের পরিবর্তে ১২ মাস বেতন প্রদান, মিড ডে মিলের কর্মীদের বাৎসরিক বোনাস প্রদান, মিড ডে মিলে কর্মীদের ছাটাই করা চলবে না, নিয়মিত করন, পেনশন প্রদান,বিভিন্ন সরকারি সুবিধা প্রদানের দাবিতে বিক্ষোভ দেখিয়ে সড়ক অবরোধে বসে।বুধবার সকাল দশটায় কুক কাম হেল্পার ওয়েলফেয়ার কমিটি খোয়াই মহকুমার অন্তর্গত পদ্মবিলের বেলফাং এলাকায় খোয়াই— মোহনপুর– আগরতলা সড়ক অবরোধ করে। খোয়াই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মিড ডে মিলের রন্ধন কর্মীরা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ কর্মসূচিতে শামিল হয়। এই সড়ক অবরোধের ফলে দুপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ সড়ক অবরোধ তুলতে ব্যর্থ হয়।মিড-ডে-মিল সহায়িকা কর্মীদের দাবি, তারা দীর্ঘ বছর ধরে কাজ করছে। কিন্তু এখনও তাদের কাজের মজুরি হিসেবে দিনে মাত্র ৫০ টাকা দেওয়া হয়। তাদের দাবি বর্তমান দুর্মূল্যের বাজারে ওই টাকা দিয়ে ১ কেজি চাল কিনতে পারেননা তারা। তাদের দাবি, যে ন্যূনতম বেতন ঘোষণা করেছিল সরকার সেই বেতন অবিলম্বে চালু করুক।পরবর্তী সময়ে এই পথ অবরোধ খবর পেয়ে অবরোস্থলে ছুটে যায় জেলা শিক্ষা আধিকারিক। খোয়াই জেলা শিক্ষা আধিকারিক অবরোধকারীদের সাথে কথা বলেন। জেলা শিক্ষা আধিকারিক অবরোধকারীদের আশ্বস্ত করেন তাদের দাবিগুলি শিক্ষা দপ্তরে পেশ করা হবে।অবশেষে বেলা দুইটায় কুক কাম হেল্পার ওয়েলফেয়ার কমিটির সড়ক অবরোধ প্রত্যাহার করে। উল্লেখ্য এর আগেও একাধিক দাবী নিয়ে তারা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে।কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি।