আগামী ২৮শে ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর অবধি বিবেক নগর স্থিত রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় স্বাধীনতার 75 তম বার্ষিকীর স্মারক এবং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার 125 তম বার্ষিকী উপলক্ষে যুব শিবির এবং যুব সম্মেলন। এদিন যুব শিবিরের উদ্বোধন করবেন শ্রদ্ধেয় স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ। এই কর্মসূচি উপলক্ষে মিশন এর পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছে যার মধ্যে রয়েছে, বেহালা আবৃত্তি, তবলা আবৃত্তি, কত্থক নৃত্য ইত্যাদি। তাছাড়া থাকবে ‘স্বামীজির পত্রাবলী’ থেকে পাঠ ও ব্যাখ্যা