মৌমাছির কামড়ে খোয়াইয়ে আহত হয়েছেন তিনজন।একজন চিকিৎসাধীন খোয়াই জেলা হাসপাতালে।ঘটনা সোমবার দুপুরে খোয়াইয়ের উত্তর দূর্গানগরে পূর্ণিমা হাই স্কুলের সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণ দিয়ে খোয়াই পুর পরিষদের কর্মী ফজর আলী মিঞা জানান সোমবার দুপুরে খোয়াই পুরো পরিষদ থেকে খাবার জন্য স্ক্রুটি চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন তখন উত্তর দুর্গানগর স্থিত পূর্ণিমা স্কুলের পাশ দিয়ে। তখন বুঝতে পারেন কিছু একটা গুনগুন শব্দ করে উনার দিকে এগিয়ে আসছে তখনই আচমকা বেশকিছু মৌমাছি কোন এক গাছ থেকে উড়ে এসে ফজর আলীর নাকে,মুখে মাথায় গালে বুকে নির্বিচারে কামড়াতে শুরু করে। মৌমাছির কামড়ের ফলে ফজর আলী স্কুটি নিয়ে মাটিতে পড়ে যায় এরপরও মৌমাছির দল কামড়ানো শেষ করিনি এতে করে ফজর আলী মিয়ার মুখমন্ডল সাথে সাথে ফুলে যায় শেষে এলাকাবাসীর ঘটনাটি দেখতে পেরে মারাত্মক আহত অবস্থায় ফজর আলী মিয়াকে সাথে সাথে ভর্তি করা হয়েছে খোয়াই জেলা হাসপাতালে।এর একটু পরেই এলাকার আরো দুই জনকে মৌমাছির কামড় খেয়েছে বলেও জানা যায়।তবে তাদের আঘাত গুরুতর নয়। বর্তমানে ফজর আলী মিয়া খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন এবং বিপদমুক্ত বলে জানান নিজেই। তবে ফজর আলী এও বলেছেন উনি নাকি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন মৌমাছির কামড়ে এত যন্ত্রনা হয়েছিল যে বলে বোঝানোর ক্ষমতা ছিল না ওনার। তিনি এও বলেন এই মৌমাছি গুলি যদি কোন শিশুদের কামরাতো তাহলে ওই শিশুদের ঘটনাস্থলেই মৃত্যু অবধারিত ছিল কারণ এই মৌমাছির কামরের যন্ত্রণা সহ্য করা খুবই কষ্টকর।