কেবল মাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং প্রচার ছাড়া সমাজের জন্যও কিছু করাযায়। মন্দিরে আশ্রমে নিজেদের ঈষ্ট দেবতার আরাধনা ছাড়া সামাজিক কাজও করা সম্ভব, তবে কেবল ইচ্ছা তা থাকলেই করাযায়। এমনই একটি উদাহরণ পরিলক্ষিত হয় তেলিয়ামুড়া জগদবন্ধু আশ্রমে। মহানাম সেবক সংঘের পরিচালিত জগদবন্ধু আশ্রমের উদ্যোগে এলাকার গরিব দুস্তদের মধ্যে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার রাতে । ২৫ শে ডিসেম্বর মহানাম সেবকের ১১৯ তম জন্মদিন কে সামনে রেখে আশ্রমের উদ্যোগে নেওয়া হয় এই উদ্যোগ। এদিনের এই শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, বিশিষ্ট সমাজসেবি জন্টু দেবনাথ, মহানাম অংগনের সভাপতি দীপক চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন মহাম অংগনের পক্ষথেকে এলাকার ৭৫ জনের হাতে শীতবস্ত্র তথা কম্বল তুলে দেন উপস্থিত অতিথিগন। এ প্রসংগে বিধায়িকা কল্যানী রায় মহানাম অংগনের এই উদ্যোগের প্রশংসা করেন। তাদের এ ধরনের কাজে আগামীদিন বিধায়ক উন্নয়ন তহবিল থেকে সাহায্যের কথাও জানান বিধায়িকা কল্যানী রায়।।