ছাত্রছাত্রীদের বাস্তবিক অর্থেই ভালো মানুষ হতে হবে। সবাই মেধাবী হতে পারে না। কিন্তু অধ্যবসায় ও নিয়মানুবর্তীতা ছাত্রছাত্রীদেরকে সাফল্য এনে দিতে পারে। আজ জিরানীয়ার চৌধুরী বাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০-২১ এবং ২০২১-২২’র ১৭৮ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে পড়াশুনার সুবিধার্থে নবম শ্রেণীর ছাত্রীদের এই সাইকেল দেওয়া হয়৷ অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ছাত্রছাত্রীদের প্রতিযোগিতার ভাবনা নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। জীবনে এগিয়ে নিয়ে যেতে হলে ঝুঁকি নিতে হবে। তবেই একজন ছাত্র বা ছাত্রী আগামীদিনে সমাজকে সঠিক পথ দেখাতে সক্ষম হবে। তিনি বলেন, জিরানীয়া মহকুমার দুটি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি বিদ্যালয় প্রকল্পের আওতায় আনা হয়েছে। বর্তমান রাজ্য সরকার গুণগত শিক্ষা প্রদানের মাধ্যমে বর্তমান প্রজন্মকে বাস্তবিক অর্থেই দক্ষ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, আগামীদিনে চৌধুরী বাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে সরকার উদ্যোগ গ্রহণ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, ভাইস চেয়ারপার্সন রীতা দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুহেলি দেববর্মা প্রমুখ।