Wednesday, July 2, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকল্যাণপুরে রাজনৈতিক সংঘর্ষের জেরে মারাত্মক আহত শাসক দলীয় যুবকর্মী জিবিতে স্থানান্তরিত

কল্যাণপুরে রাজনৈতিক সংঘর্ষের জেরে মারাত্মক আহত শাসক দলীয় যুবকর্মী জিবিতে স্থানান্তরিত

বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক সন্ত্রাসী আবহে কল্যাণপুরের বাতাবরণ ততোই কলুষিত হওয়ার দিকে। এবার শাসক এবং বিরোধীদের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে কল্যাণপুর জুড়ে, ঘটনার জেরে উভয় পক্ষ সহ সাধারণ নাগরিকদেরও আহত হওয়ার ঘটনা সামনে এসেছে।
জানা যায়, আজ অর্থাৎ শুক্রবার বিকেল নাগাদ এলাকার বাম যুবকর্মী হিসেবে পরিচিত স্বপন সূত্রধর কল্যাণপুরের সৎসঙ্গ এলাকার সুমন মোদকের বাড়িতে যায় তার মাসোয়ারার টাকা আনতে। অভিযোগ এমন সময় স্বপন সূত্রধরের সাথে স্থানীয় একদল শাসকদলীয় কর্মী সমর্থকের প্রথমে বচসা, এরপর এই বচসা থেকে হাতাহাতির ঘটনা শুরু হয়। ঘটনা প্রত্যক্ষ করে স্বপন সূত্রধর যে বাড়িতে যাচ্ছিলেন সেই বাড়ির সুমন মোদক এবং তার মা ঘটনাস্থলে ছুটে আসলে তাদের ওপরেও আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে মুহুর্তের মধ্যেই স্থানীয় এলাকাবাসীরা সঙ্ঘবদ্ধভাবে প্রতিরোধে এগিয়ে আসলে একাধিক শাসকদলীয় কর্মী সমর্থক পালিয়ে যেতে সক্ষম হলেও মনোজিৎ দেবনাথ নামে জনৈক শাসক দলীয় যুব কর্মীকে বেধড়ক মারধর করা হয়। এর জোরে মনোজিৎ চোখ, মাথা সহ হাত এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় বলে জানা গেছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কল্যাণপুরের ঘটনাস্থলে ছুটে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর আহত মনোজিত এবং অন্যান্যদের কল্যাণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে মনোজিতের আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, অন্যদিকে সুমন এবং তার মাকে খোঁয়াই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, বাম কর্মী স্বপন সূত্রধরের চিকিৎসা করা হয় কল্যাণপুর হাসপাতালেই।
মুহূর্তের মধ্যেই উভয় দলের নেতা কর্মীরা কল্যাণপুর হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন, বিবৃতি পাল্টা বিবৃতিতে সরগরম হয়ে ওঠে পরিবেশ। বিরোধী সিপিআইএম দলের পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক মনিন্দ্রচন্দ্র দাস, সিপিআইএম নেতা সুভাষ নাথ, অজয় ঘোষ প্রমুখড়া হাসপাতালে ছুটে গিয়ে গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা করেন এবং এই ঘটনার জন্য শাসক দলকে নিশানায় এনে তীব্র ভাষায় রাজনৈতিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ঘটনার খবর তে সাথে সাথে কল্যাণপুর হাসপাতালে ছুটে আসেন কংগ্রেস নেতা কার্তিক দেবনাথও, দলীয় কর্মী আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি দলের কর্মী তথা স্থানীয় প্রধান তাপস দেবরায়। তিনি এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে এই ঘটনার পেছনে বিরোধী দলের রাজনৈতিক ষড়যন্ত্র দায়ী বলে অভিমত ব্যক্ত করেন। সর্বশেষ সংবাদ প্রেরণ পর্যন্ত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে গোটা কল্যাণপুর জুড়ে চাপা উত্তেজনা বিরাজমান, যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য