Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যতুলাশিখর ব্লকের উদ্যোগে বিভিন্ন সহায়ক দলের হাতে বর্জ্য পদার্থ সংগ্রহকারী ই রিস্কা...

তুলাশিখর ব্লকের উদ্যোগে বিভিন্ন সহায়ক দলের হাতে বর্জ্য পদার্থ সংগ্রহকারী ই রিস্কা বিতরণ করা হলো

খোয়াই তুলা শিকার ব্লকের উদ্যোগে শুক্রবার বিকেলে ব্লকের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে তুলা শিখর ব্লকের অন্তর্গত ছয়টি বাজারের চারটি এসএসসি গ্রুপের মধ্যে বর্জ্য পদার্থ সংগ্রহকারী ই রিক্সা বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুলাশিখড় ব্লকের ভিডিও মানষ মুরা সিং, ও স্বচ্ছ ভারত মিশনের জেলা সম্পাদক জীবেস দেববর্মা। ই রিক্সা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্লক আধিকারিক মানষ মুরা সিং বলেন তুলাসিখর ব্লকের অন্তর্গত ছয়টি বিভিন্ন বড় বড় বাজারের বিভিন্ন আবর্জনা কে পরিষ্কার রাখার জন্য বিভিন্ন সহায়ক দলের মেম্বারদের নিয়ে চারটি এস এস জি গ্রুপ তৈরি করা হয় উক্ত ছয়টি বাজারের জন্য। সেই স সহায়ক দল গুলিকে বর্জ্য পদার্থ সংগ্রহকারী চারটি ই রিক্সা, ডাস্টবিন, হ্যান্ড গ্লাভস, গামবুট এবং লাইফ জ্যাকে প্রদান করা হয় যাতে করে আবর্জনা সংগ্রহ কালে সংগ্রহ কারীদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ না করতে হয়। এর জন্য তাদের সাথে একটি চুক্তি পত্রও করা হয়। এই চুক্তি শর্তে আগামী কিছুদিনের মধ্যে বর্জ্য পদার্থ সংগ্রহের কাজ শুরু করা হবে এর জন্য স্বচ্ছ ভারত মিশন টি আর এল এম থেকে নেওয়া হয় একটি ফান্ড। স্বচ্ছ ভারত মিশন থেকে ব্যাটারি চালিত ই রিস্কা এবং গার্বেজ কালেকশনের জন্য। তুলাসিখর ব্লক আধিকার মানষ মুরা সিং এও জানান এ এম সি থেকে রিকুজিশন দিয়ে এক লক্ষ ৭২ হাজার টাকা দিয়ে ই রিক্সা গুলি ক্রয় করেন এবং বাকি জিনিসপত্র গুলি স্বচ্ছ ভারত মিশন থেকে ক্রয় করা হয়। ভিডিও এখানে এও বলেন বিভিন্ন এসএসসি গ্রুপরা এসেছেন টি আর এল এম থেকে ভারতের একটি ভিশন গ্রুপ রয়েছে এন এস ডি জি গ্রুপ সেখানে ক্লিন ভিলেজার্স এর টার্গেট নিয়ে এ প্রজেক্ট চালু করা হয়। এখানে তিনটি টার্গেট রয়েছে টি আর এল এম এর ৯৪ আবগ্রেডেশন, স্বচ্ছ ভারত মিশন, এন এস ডি জি ক্লিন ভিলেজার্স এই তিনটি প্রকল্প চালু করেছেন। বিভিন্ন সহায়ক দলকে উপরোক্ত জিনিসগুলি দেওয়ার ফলে বিভিন্ন গ্রুপের বেনিফিশিয়ারিদের কি ধরনের লাভ হবে জানতে চাইলে ব্লক আধিকারিক মানুষ মুরা সিং সংবাদমাধ্যমকে জানান যে সমস্ত জিনিসপত্র গুলি বিভিন্ন সহ সহায়ক দলকে দেওয়া হয়েছে সেগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ব্লকের পক্ষ থেকে ১৫০০০ টাকা করে দেওয়া হবে যাতে করে বিভিন্ন বাজারের সাফাই এর কাজগুলি চালু রাখতে তাদের সাহায্য হয়। এবং ছয়টি বাজার কমিটির সাথে ব্লক এর পক্ষ থেকে আগেই একটি চুক্তি করা হয় যে প্রতিমাসে বিভিন্ন সাফাই কর্মী বাজারের প্রত্যেকটি দোকান থেকে ৩০ টাকা করে চাঁদা সংগ্রহ করবে বাজার সাফাইয়ের জন্য সেই টাকা ওই এসএসসি গ্রুপের ফান্ডে জমা থাকবে এতে বাজার কমিটিরা ও সহমত পোষণ করেন বলে জানেন ভিডিও। এছাড়া বিভিন্ন পচনশীল বর্জ্য পদার্থ গুলি সংগ্রহ করবে বিভিন্ন এস এস জি গ্রুপের কর্মীরা ঐ বর্জ্য পদার্থ গুলিকে বিক্রির জন্য চেনা লোক রয়েছে। শুধু তাই না ওই লোকেরাও আরবান দপ্তরের সংগ্রহীত বর্জ্য পদার্থ গুলি ও ক্রয় করে থাকেন এ বিষয়ে তাদের সাথেও কথা বলা হয়েছে ব্লক আধিকারিক তিনি বলেন যদি বালকে সংগ্রহ করতে পারেন তাহলে বর্জ্য সংগ্রহকারীরাও বর্জ্য পদার্থ ক্রয় করবেন বলে আশ্বস্ত করেন ব্লক আধিকারিক কে। যদি বর্জ্য পদার্থ গুলি বিক্রি করা হয় তাতে কেমন মুনাফা হবে সংগ্রহকারীদের সে বিষয়ে ব্লক আধিকার মানুষ মুরা সিং বলেন তাদের তৈরি চারটি এস এস জি গ্রুপরা বর্জ্য পদার্থের বিক্রির শতকরা কুড়ি টাকা ব্লক কে দেবেন এবং বাকি ৮০ টাকা বর্জ্য পদার্থ সংগ্রহকারী তথা এসএসসি গ্রুপের নিজ নিজ আয়এর খাতায় রাখবেন। এতে করে এই কর্মসংস্থানের মাধ্যমে চারটি এসএসজি গ্রুপের প্রায় কুড়িজন মহিলারা উপকৃত হবেন। এর জন্য বিভিন্ন স সহায়ক দলকে বর্জ্য পদার্থ সংগ্রহকারী চারটি ই রিক্সা প্রদান করা হয়। ব্লক আধিকারিক এও বলেন উক্ত সহায়ক দল গুলি যদি তাদের কাজের মাধ্যমে বেশি করে টাকা রোজগার করতে পারে তাহলে আগামী দিন এস বি এম এর ফান্ড থেকে তাদেরকে আরো বর্জ্য পদার্থ সংগ্রহকারী ই রিস্কা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য