Thursday, December 26, 2024
বাড়িখবররাজ্যবাম নেতা অসুস্থ নিশীথ দাসকে দেখতে হাসপাতালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

বাম নেতা অসুস্থ নিশীথ দাসকে দেখতে হাসপাতালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

অসুস্থ বাম নেতা নিশীথ দাস। বর্তমানে তিনি রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল জীবিত চিকিৎসাধীন। শুক্রবার অসুস্থ বাম নেতা নিশীথ দাসকে দেখতে জিবি হাসপাতালে ছুটে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কথা বললেন নিশীথ দাসের সাথে , চিকিৎসকদের সাথে কথা বলে অবগত হলেন উনার শারীরিক অবস্থার প্রসঙ্গে। পরিশেষে সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান , নিশীথ দাস ছিলেন বাম আন্দোলনের অন্যতম হেভিওয়েট নেতা , তিনি একসময় পুর কাউন্সিলরও ছিলেন।উনার জীবনকালে তিনি নিঃস্বার্থভাবে জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। তাছাড়া বাম নেতৃত্বদের নিশীথ দাসকে দেখতে আসা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে প্রতিমা ভৌমিক বলেন এরা টিপ্পনি মেরে বলেছেন যে জিবি হাসপাতালের সব রোগীদের প্রতিমা ভৌমিক চিকিৎসা করাচ্ছেন বলে , তাদেরকে জানান দিতে চায় শুধু নিশীথ দাস নন , উনার মত ত্রিপুরা রাজ্যের যে কোন প্রান্তের অসহায় কোন ব্যাক্তির যদি চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার দরকার সে বিষয় যদি আমাদের গোচরে আসে আমরা অবশ্যই সেই ব্যাক্তির পাশে দাঁড়াবো বলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য