প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে ডিস্ট্রিক্ট টিবি ইউনিটের উদ্যোগে কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে l এরই অঙ্গ হিসেবে বুধবার সাইকলোথন, অপরটি হল অটো প্যানেল l পাশাপাশি এদিন টিবি রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয় l এদিন সকালে রাজধানীর প্যালেস কম্পাউন্ডস্থিত মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয় এ অনুষ্ঠিত হয় সাইকলোথন কর্মসূচি l এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল টিবি রোগী টি জন সম্মুখে আনা l বিনামূল্যে আমাদের প্রতিটি হাসপাতালে যে টিবি রোগের চিকিৎসা আছে সে সম্পর্কিত বিষয়ে জন সাধারন কে অবগত করা বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন l