Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্য১৩৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খোয়াই ব্লক কংগ্রেসের উদ্যোগে মশাল মিছিল সংগঠিত...

১৩৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খোয়াই ব্লক কংগ্রেসের উদ্যোগে মশাল মিছিল সংগঠিত হয় সমস্ত খোয়ায় শহর জুড়ে।

বুধবার সন্ধ্যা রাতে খোয়াই ব্লক কংগ্রেসর উদ্যোগে জাতীয় কংগ্রেসদলের ১৩৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক মশাল মিছিল নিয়ে রেলি সংগঠিত করেন। বুধবার সন্ধ্যা রাতে খোয়াই ব্লক কংগ্রেস কার্যালয় থেকে কংগ্রেস দলের বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের নিয়ে এই মশাল মিছিল প্রদর্শন করা হয় এই মশাল মিছিলের সামনের সারিতে ছিলেন কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য এবং যুব কংগ্রেস ও অন্যান্য সংগঠনের কর্মকর্তারা। এই মশাল মিছিলটি খোয়াই শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে পুনরায় খোয়াই ব্লক কংগ্রেস কার্যালয়ে এসে মিছিলটির সমাপ্তি হয়। মশাল মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য বলেন ১৩৮ তম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে খোয়াই ব্লক কংগ্রেসের উদ্যোগেও মশাল মিছিল প্রদর্শন করা হয়। এই মিছিলে কংগ্রেস দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। পুলিশ প্রশাসনে এই মিছিল কে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। তিনি আরো বলেন কংগ্রেসের উদ্যোগে আগামী দিনে খোয়াই ব্লক কংগ্রেসের কর্মসূচি গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য